হাওড়ার ডোমজুড়ের রাজাপুর এলাকায় একটি স্পঞ্জ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হঠাৎই কারখানার ভিতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। কারখানায় বিপুল পরিমাণ দাহ্য ও রাসায়নিক পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দাউ দাউ করে জ্বলতে থাকে বিভিন্ন রাসায়নিক সামগ্রী। আগুনের ভয়াবহতায় কারখানার ভিতরে থাকা একাধিক গাড়ি সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে চলে যায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান, বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।












Leave a Reply