হাওড়ার ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী। শনিবার সকালে ডানলপ থেকে পাঁচলাগামী ৭৯ নম্বর বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে দিঘাগামী একটি বেসরকারি বাস।

জানা গেছে, খেতুয়া–কলকাতা রুটের ওই বাসটি দিঘার দিকে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতায় ডানলপগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি কারখানার পাচিল ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনায় দুই বাসের একাধিক যাত্রী আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সকলেই চিকিৎসাধীন। দুর্ঘটনার পর দুটি বাসকেই আটক করা হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে ডোমজুড় থানার পুলিশ ও নিব্রা ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।











Leave a Reply