মালদা, বৈষ্ণবনগর: দাউদ রাজা__মালদা জেলার কালিয়াচক–৩ ব্লকের বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাবু হাজী টোলায় বৃহস্পতিবার ভোররাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুইটি পরিবারের প্রায় সমস্ত আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।স্থানীয় সূত্রে জানা যায়,

এলাকার বাসিন্দা সেলিম সেখের ছেলে বকুল সেখের বাড়িতে ভোর আনুমানিক ৪টা নাগাদ আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাড়ির ভেতরে থাকা খাট, আলমারি, কাপড়চোপড়, রান্নার সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনার সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে ছিলেন। আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে কোনওরকমে প্রাণ হাতে করে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও,

সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারটি।আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে।ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা অনুমান করা হচ্ছে।



Leave a Reply