
আচার্য্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান, যা শিবপুর বটানিক্যাল গার্ডেন নামেই বেশি পরিচিত, বড়দিনের ছুটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সকাল থেকেই এই ঐতিহ্যবাহী উদ্যানের সামনে মানুষের ঢল নামে। বেলা যত গড়িয়েছে, ততই ভিড় বেড়েছে, আর গোটা বাগান জুড়ে তৈরি হয়েছে একেবারে উৎসবের আবহ।

প্রায় ২৭৩ একর বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই উদ্ভিদ উদ্যানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে ভিড় জমিয়েছেন। কোথাও পিকনিকের আনন্দ, কোথাও ছবি তোলার ব্যস্ততা—সব মিলিয়ে যেন প্রকৃতির কোলে উৎসবের মিলনমেলা।
পর্যটকদের সুবিধার্থে বাগানের ভেতরে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে সহজেই পুরো উদ্যান ঘুরে দেখা যায়। পাশাপাশি রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও, যা শিশু থেকে শুরু করে বড়দের মধ্যে আলাদা আনন্দ যোগ করছে। বাগানের ভেতরে রয়েছে চা বাগানসহ হাজার হাজার দুর্লভ, ঔষধি ও উপযোগী গাছপালা, যা প্রকৃতি প্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

শহরের কোলাহল থেকে দূরে, সবুজে ঘেরা নির্মল পরিবেশে বড়দিনের ছুটি কাটাতে এসে বি-গার্ডেনে ঘুরতে আসা মানুষজন প্রকৃতির এই অনন্য রূপে মুগ্ধ। অনেকেই জানিয়েছেন, এমন শান্ত পরিবেশে সময় কাটানো তাদের কাছে বড়দিনের ছুটির সেরা উপহার। উৎসবের দিনে শিবপুর বটানিক্যাল গার্ডেন যেন হয়ে উঠেছে আনন্দ, প্রকৃতি আর উৎসবের এক অপূর্ব মিলনস্থল।












Leave a Reply