হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সলপ–পাকুড়িয়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। আজ বিকেলে ওই এলাকার এক তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় এক ব্যক্তি তাঁর পথ আটকায়। অভিযোগ, ওই ব্যক্তি তরুণীকে কুপ্রস্তাব দেয় ও অশালীন মন্তব্য করতে থাকে।

এমনকি শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ।এই ঘটনা প্রত্যক্ষ করে তরুণীর দাদা প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্ত ব্যক্তি ও তার সঙ্গীরা মিলে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। মারধরের জেরে গুরুতর জখম হন ওই যুবক, মাথা ফেটে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।












Leave a Reply