ডাকাতির ছক বানচাল করল হাসনাবাদ থানার পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদ থানার অন্তর্গত পার হাসনাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আসতে দেখে অধিকাংশ দুষ্কৃতী পালিয়ে গেলেও প্রসেনজিৎ দাস ও আবুকালাম মণ্ডল নামে দুই দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রশস্ত্র।

পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আজ ধৃত দুই দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply