হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় গ্রাম সভার মঞ্চে ‘বন্দুক’ উপহার প্রধান কে আর তাকে ঘিরে বিতর্ক

হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভায় সরকারি মঞ্চে বন্দুক উপহার দেওয়ার একটি ভিডিও ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গতকাল বাঁকড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা চলাকালীন মঞ্চে এক ব্যক্তি পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লার হাতে বন্দুক তুলে দেন—এমন দৃশ্য ধরা পড়ে ভাইরাল ভিডিওতে।

ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা জানান, সেটি একটি খেলনা বন্দুক ছিল। গ্রামসভায় উপস্থিত বহু মানুষ তাঁকে বিভিন্ন উপহার দিচ্ছিলেন। তবে যিনি বন্দুকটি তুলে দেন, তাঁর সেই আচরণ ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন। পাশাপাশি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এই ধরনের উপহার গ্রহণ করা তাঁর উচিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন। এ বিষয়ে ডোমজুড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি জানান, গতকাল ডোমজুড় বিধানসভা কেন্দ্রে একাধিক গ্রামসভা ছিল এবং তিনি প্রায় সবকটিতেই উপস্থিত ছিলেন।

বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভায় তিনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ এই ধরনের কোনও ঘটনার কথা তাঁর নজরে আসেনি। বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, তবে ঘটনার গুরুত্ব বিচার করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।অন্যদিকে, বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই এই ঘটনাকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূল কংগ্রেসের ‘আসল চরিত্র’ প্রকাশ্যে আসছে। সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রকাশ্যে বন্দুক প্রদর্শনের উদ্দেশ্য কী—তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচনের আগে মানুষকে ভয় দেখানোর জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন উমেশ রাই। ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *