
ডোমজুড় বিধানসভার প্রতিটা পঞ্চায়েতের সারা বছরের হিসাব-নিকাশ প্রকাশ করলেন এবং ভবিষ্যতে আর কি কি উন্নয়ন হবে এলাকায় তার রূপরেখাও তুলে ধরলেন বিধায়ক কল্যাণ ঘোষ । এদিন ডোমজুড়ের বেশ কয়েকটি এলাকায় ঘোরার পর এক নম্বর অঞ্চলে গ্রাম সভা অনুষ্ঠানের শেষে বিধায়ক কল্যাণ ঘোষ বলেন ।

আমরা প্রমাণ করতে পেরেছি মমতা ব্যানার্জি স্বচ্ছতার সঙ্গে গ্রাম পঞ্চায়েত চালাচ্ছেন তার জন্যই একদম প্রকাশ্যে সারা বছরের হিসাব-নিকাশ তুলে ধরতে পারছি। ৫৮ লাখ নাম বাদ গেছে। ২ কোটি সন্দেহের তালিকায়।

কি মনে হচ্ছে বিধানসভায় SIR ফ্যাক্টর হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তরে তিনি জানানযেদিন থেকে SIR প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আমাদের সতর্ক করেছে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে বাংলা দখল করে নেবার চেষ্টা করছে। তাই আমরাও এই লড়াইয়ের ময়দানে আছি আমাদের বি এল এ টু তারাও এই ধরনের ময়দানে আছে। তাই এবার ব্যাপক ভোটে আবার সরকার গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার.












Leave a Reply