হাওড়ার ডোমজুড় বিধানসভার চকপাড়া আনন্দ নগর এলাকায় গত পনেরো বছরে তৃণমূল কংগ্রেস সরকার কী কী উন্নয়ন করেছে,এই নিয়েই শুরু হল  রাজ্য জুড়ে উন্নয়নের সংলাপ কর্মসূচি।

আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচির পর এবার রাজ্য জুড়ে শুরু হয়েছে “উন্নয়নের সংলাপ”। গত পনেরো বছরে তৃণমূল কংগ্রেস সরকার কী কী উন্নয়ন করেছে, তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যার কথাও সরাসরি শোনা হচ্ছে।

ঠিক সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে মঙ্গলবার হাওড়ার নিশ্চিন্দা চকপাড়া আনন্দনগর পঞ্চায়েত এলাকায় শুরু হল উন্নয়নের পাঁচালি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার ডোমজুড় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাইতি, ডোমজুড় বিধানসভার বিধায়কের জনপ্রতিনিধ, উপস্থিত ছিলেন স্থানীয় প্রধানসহ সমস্ত সদস্যরা , এদিন শুধু পাড়ায় আলোচনা নয় এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে তারা পরিদর্শন করেন এলাকার মানুষের সাথে তারা কথাবার্তা বলে ও তাদের কি সমস্যা রয়েছে সেই বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করে, এছাড়াও যে সমস্ত বৃদ্ধ ও অসুস্থ বেক্তি রয়েছেন তাদের সাথেও কথা বলেন ।

সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত পনেরো বছরে তৃণমূল সরকার মানুষের জন্য বিপুল উন্নয়নমূলক কাজ করেছে। তবে উন্নয়নের পাশাপাশি কিছু সমস্যাও রয়েছে—বিশেষ করে রেল ও জাতীয় সড়কের কারণে নিকাশী সংক্রান্ত জটিলতা। সেই সমস্যাগুলি সাংসদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি জানান। তাপস মাইতি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে উন্নয়নের খতিয়ান মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।

পাশাপাশি প্রবীণ নাগরিকদের সঙ্গে বৈঠক করে তাঁদের সমস্যার কথাও শোনা হচ্ছে এবং সেগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি দাবি করেন, মানুষের পাশে থেকে কাজ করার এই ধারাবাহিকতার ফলেই চতুর্থবারের জন্য আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। ডোমজুড় বিধানসভার তিনটি পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই এই কর্মসূচি শুরু হয়েছে এবং আগামী দিনে সমস্ত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তা পালন করা হবে। এক মাসব্যাপী চলবে এই উন্নয়নের সংলাপ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *