২০২৬ বিধানসভা ভোটের নতুন দল অখন্ড ভারত পার্টি তরফ থেকে প্রত্যেকটি বিধানসভায় প্রার্থী দাঁড় করবে।।

অখণ্ড ভারতীয় পার্টির ২০১৭ সালের রেজিস্ট্রেশন রয়েছে তারা এইবার 2026 বিধানসভা ভোটে সারা পশ্চিমবাংলায় ২৯৪ টা সিটে নিজের দল থেকে প্রার্থী দাঁড় করবেন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অখন্ড ভারত পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ অধ্যক্ষ মন্টু চরণ মন্ডল। তিনি একটি সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিমবাংলা গত ৩৫ বছর বামফ্রন্ট শাসন করেছে এবং ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস রয়েছে।


কিন্তু পশ্চিমবাংলার মানুষের কোন কল্যাণ হয়নি চাকরি পেয়েও বহু যুবক যুবতী চাকরিহারা হয়ে রাস্তায় বসে রয়েছেন, স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা অবনতি। মানুষ কোন রকম সরকারি পরিষেবার সুবিধা ঠিক মতো পাচ্ছে না। সেই সমস্ত কথা মাথা রেখে অখণ্ড ভারতীয় পার্টির এইবার মাঠে নামবে সকল মানুষের কাছে ডোর টু ডোর ক্যাম্পেনিং করে এই বার্তা নিয়ে পৌঁছবে। যাতে ২০২৬-এ তাদের প্রার্থীকে নির্বাচিত করে বিধানসভা পাঠানো হয়।


তাদের প্রথম কাজ যে সমস্ত পশ্চিমবাংলার যুবক যুবতিরা চাকরিহারা রয়েছেন তাদের দু’লক্ষ চাকরি প্রত্যেক বছর ব্যবস্থা করবে। প্রত্যেক জেলায় জেলায় শিল্প গঠন করে তাদেরকে চাকরি দেয়া হবে। যাতে কেউ এই বাংলা ছেড়ে অন্যরাজ্যে চাকরি করতে যেতে না হয়। এখন দেখার বিষয় পশ্চিমবাংলায় অনেকই দল রয়েছেন তারা ২০২৬-এ নিজের প্রার্থীর দাঁড় করবেন কিন্তু এইবার অখন্ড ভারতীয় পার্টি কতটা দাপট দেখাচ্ছে 2026 বিধানসভা ভোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *