শনিবার গভীর রাতে হাওড়ার জি টি রোডের মল্লিক ফটক এলাকায় আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি ব্লাউজের দোকানে আগুন লেগে মুহূর্তের মধ্যেই দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পাশের একটি পানের গুমটি এবং আরও একটি শাড়ির দোকানের একাংশ ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় ওই দুটি দোকান।খবর পেয়ে রাতেই দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় হাওড়া থানার পুলিশও।

সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।ব্লাউজের দোকানের মালিক কার্তিক কুন্ডু জানান, এই আগুনে তাঁর দোকানের প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, রাত আনুমানিক আড়াইটে নাগাদ এক পথচলতি ব্যক্তি তাঁকে ডেকে জানান দোকানে আগুন লেগেছে। দোকানের উপরে থাকা ঘর থেকে নীচে নেমে তিনি দেখেন দোকানের ভেতরে অল্প আগুন ধিকি ধিকি জ্বলছে। শীতের রাত হওয়ায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো দোকান ভস্মীভূত হয়ে যায়।প্রসঙ্গত, দোকানের ঠিক উপরেই একটি তিন তলা বাড়ির দোতলায় থাকেন দোকানের মালিক কার্তিক কুন্ডু। অল্পের জন্য ওই তিন তলা বাড়িটিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। কার্তিকের অভিযোগ, শর্ট সার্কিট থেকে

এই আগুন লাগেনি, বরং কেউ ইচ্ছাকৃতভাবে তাঁর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডে শুধু দোকান ও বাড়িই নয়, অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশেই থাকা একটি স্কুল, আশপাশের বহু দোকান এবং জি টি রোডের উপর থাকা একাধিক বহুতল আবাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।











Leave a Reply