কলকাতা: খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বড়দিন উপলক্ষে বুধবার, ২৫শে ডিসেম্বর আলোর রোশনাইয়ে সেজে উঠল কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট। সকাল থেকেই উৎসবের আমেজে ভরে ওঠে গোটা এলাকা। দেশ-বিদেশের পর্যটক, শহরবাসী ও তরুণ প্রজন্মের ঢল নামে পার্ক স্ট্রিটে।

পার্ক স্ট্রিট জুড়ে ঝলমলে আলো, তারার সাজ, রঙিন ফেস্টুন ও সান্তা ক্লজের প্রতিকৃতিতে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন নামী রেস্তোরাঁ ও ক্যাফেগুলিতে বিশেষ ক্রিসমাস মেনু, কেক, পেস্ট্রি ও ডেজার্টের আয়োজন ছিল নজরকাড়া। বিশেষ করে প্লাম কেক ও চকোলেট কেকের চাহিদা ছিল তুঙ্গে।দিনভর বিভিন্ন লাইভ মিউজিক, ক্যারল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিল্পীরা। রাস্তার ধারে সান্তা ক্লজের সাজে শিশুদের আনন্দ দিতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। শিশুদের মুখে হাসি, হাতে উপহার—সব মিলিয়ে পার্ক স্ট্রিট যেন আনন্দের রঙে রঙিন।উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিট ও আশপাশের এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বড়দিন উপলক্ষে ভিড় ও বিক্রি দুটোই সন্তোষজনক হয়েছে। অন্যদিকে বহু মানুষ জানান, পার্ক স্ট্রিটে বড়দিন মানেই আলাদা অনুভূতি—আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা।সব মিলিয়ে ২৫শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উদযাপন কলকাতার সংস্কৃতি ও উৎসবের ঐতিহ্যকে আবারও উজ্জ্বল করে তুলল।